ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

No description available.

রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

এ ঘটনায় কয়েকজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হতাহতের খবর নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন>> মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

টিটি/এমএইচআর/এএসএম