ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

jagonews24

তিনি জানান, মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন>> কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন

jagonews24

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয়। এরমধ্যে দুটি সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে।

টিটি/এমএইচআর/জিকেএস