ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বতন্ত্র প্রার্থী ইউনুস

‘আমার এক ভোট ছিনতাই করেছে, আশা করি প্রার্থিতা ফিরে পাবো’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

বাছাইয়ে বাদপড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন শুরু করেছেন।

তাদেরই একজন টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। এক শতাংশ ভোট না থাকায় বাতিল হয়েছে তার মনোনয়ন। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে কথা হয় তার সঙ্গে।

তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি তিনবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। সংসদ নির্বাচনে অংশ নিতে তিন মাস আগে পদত্যাগ করেছি। মনোনয়নপত্রের সঙ্গে আমি সব কাগজপত্র জমা দিয়েছি। নির্বাচন অফিস থেকে ১০ জন ভোটারের তদন্ত করতে যায়। গোপালপুরের নয়জন ভোটারের সবকিছু ঠিক পান তারা। ভূয়াপুরে যখন একজন ভোটারের বাড়িতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে স্থানীয় চেয়ারম্যান যান, তখন ওই ভোটার ভয় পেয়ে যান। আমার প্রতিপক্ষের লোকজনের কাছে ওই ভোটার জিম্মি। আগে স্বীকৃতি দিলেও এখন তিনি অস্বীকার করছেন। এ কারণে টাঙ্গাইলের রিটার্নিং অফিসার আমা্র মনোনয়ন বাতিল করেছেন। ওরা আমার এক ভোট ছিনতাই করে নিয়েছে। আশা করি আমি প্রার্থিতা ফেরত পাবো।’

আরও পড়ুন>> পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

এক শতাংশ ভোটার না পাওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তহমিনা আখতার মোল্লার। তার দাবি, স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে সংশ্লিষ্ট নির্বাচন অফিস স্বাক্ষরযুক্ত তালিকা গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘এমপির জনপ্রিয়তা তলানিতে। তার প্রভাবে আমার ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকারি দুই পৃষ্ঠার মধ্যে এক পৃষ্ঠা গ্রহণ করেনি নির্বাচন অফিস।’

খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অব.) ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমি ১২ তারিখ (নভেম্বর) সকালে বিদ্যুৎবিল পরিশোধ করেছি। এরপর ওইদিন বিকেল ৩টায় মনোনয়ন জমা দেই। কিন্তু নির্বাচন অফিস থেকে বলছে আমার বিদ্যুৎবিল বকেয়া। সিলি ম্যাটার (তুচ্ছ ব্যাপার), আশা করি দ্রুতই আমি প্রার্থিতা ফিরে পাবো।’

আরও পড়ুন>> প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

খুলনা-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, ‘২৬ হাজার টাকা বিদ্যুৎবিল বকেয়া দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। যে মিটারে বকেয়া দেখানো হয়েছে সেটি আমি ব্যবহার করি না। ইনটেনশনালি আমারটা বাতিল করা হয়েছে ‘

এদিকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১০-১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

এসএম/ইএ/জিকেএস