ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জলবায়ু সম্মেলনের চারদিনে ৫৭ বিলিয়ন ডলার তহবিলের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক | দুবাই থেকে | প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৮) প্রথম চারদিনে বিভিন্ন খাতে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিলের প্রতিশ্রুতি এসেছে।

সোমবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কপ-২৮ সভাপতি সুলতান আল জাবের এ তথ্য জানিয়েছেন।

এদিকে, কপ-২৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কপ-২৮ এ পর্যন্ত ৫৭ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছে। সরকার, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবীরা কপ-২৮ এর প্রথম চারদিনে ঐতিহাসিক আটটি অঙ্গীকার এবং ঘোষণা দিয়েছেন। অর্থ, স্বাস্থ্য, খাদ্য, প্রকৃতি এবং শক্তিসহ সমগ্র জলবায়ু এজেন্ডা জুড়ে ঘোষণাগুলো বিশ্বব্যাপী সংহতির শক্তি প্রদর্শন করে।

গত ৩০ নভেম্বর থেকে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। যা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

আইএইচআর/কেএসআর