ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদ নির্বাচন

বৈধ প্রার্থী বেশি ঢাকায়, অবৈধ কুমিল্লায়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ ঘোষণা করেছে ইসি। তবে, বৈধ প্রার্থী সবচেয়ে বেশি ঢাকায় এবং অবৈধ প্রার্থী বেশি কুমিল্লা অঞ্চলে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বৈধ হয়েছে ঢাকা অঞ্চলে ৩১৭টি এবং এ অঞ্চলে মনোনয়ন বাতিল হয়েছে ১১৪টি। ঢাকায় মোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪৩১ জন। এছাড়া সবচেয়ে কম মনোনয়ন বৈধ হয়েছে ফরিদপুরে ৮০ জন এবং বাতিল হয়েছে ২৩ জন প্রার্থীর মনোনয়ন। এ অঞ্চলে ১০৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এছাড়া রংপুর অঞ্চলে মোট ২৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২০৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৬৯ জনেরটা অবৈধ। কুমিল্লা অঞ্চলে ৩৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ২৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ১২০ জনেরটা অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম অঞ্চলে ১৯৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৪৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সিলেট অঞ্চলে মনোনয়ন দাখিল করেন ১৬০ জন। তাদের মধ্যে ১২৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩৫ জনেরটা বাতিল করে ইসি।

এছাড়া রাজশাহী অঞ্চলে ৩৬৯ জন মনোনয়ন দাখিল করেছেন। তাদের মধ্যে ১১০ জনের মনোনয়নপত্র বাতিল এবং বৈধ হয়েছে ২৫৯ জনেরটা। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র দাখিল করেন ৩২২ জন। তাদের মধ্যে ৯৪ জনের মনোনয়নপত্র বাতিল হলেও ২২৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বরিশাল অঞ্চলে ১৭৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৩৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। ময়মনসিংহ অঞ্চলে ৩২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৮৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ২৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে আজ বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এমওএস/এমএএইচ/এএসএম