ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-কক্সবাজার ট্রেন

প্রথম দিনে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা রেলওয়ে ডিজির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

ঢাকা-কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিনের যাত্রায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টায় ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ফিরতি যাত্রায় রাত সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিনের ফিরতি যাত্রা শুরুর আগে কক্সবাজারগামী যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

২০টি কোচে প্রায় এক হাজার ১০ জন যাত্রী নিয়ে প্রথম দিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করছে ট্রেনটি। এর আগে রাত ৯টায় ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে কক্সবাজার থেকে আসা যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রথমবার ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের এ ফুলেল শুভেচ্ছা জানান রেলওয়ের মহাপরিচালক।

jagonews24

শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে চালু হয়েছে ঢাকা কক্সবাজার আন্তঃনগর ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এদিন কক্সবাজার থেকে প্রথমবারের মতো ঢাকায় ছেড়ে আসে ট্রেনটি। রাতে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে কক্সবাজার থেকে আসা রেলওয়ে কর্মকর্তারা যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। ট্রেনটিতে ওঠা যাত্রীদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শিশুযাত্রীদের চকলেট দেন তিনি।

প্রথম দিনে ঢাকা থেকে কক্সবাজার রেলপথে যাত্রার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা।

আরএসএম/এমকেআর