ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশি রাষ্ট্রদূতকে লেবানন ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ০৮:১২ এএম, ১৯ জুলাই ২০১৪

দূতাবাসে এক বাংলাদেশিকে আটকে রাখা ও অপর এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত গওসুল আজম সরকারকে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈরুতের গণমাধ্যম এ খবর দিয়েছে। দূতাবাসে ১৭ জুলাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দেয়া হয়।

তাকে ঢাকায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া উইংয়ের ডিজি নজরুল ইসলাম জরুরি ভিত্তিতে বৈরুতে পৌঁছেছেন।

শুক্রবারই গওসুল আজমের দেশের ফেরার সব প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সূত্র জানিয়েছে। রাষ্ট্রদূত গওসুলকে বহিষ্কারের আগে তাকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর জুলাইয়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করলে সুইডেন থেকে এসে যোগ দেন গওসুল আজম সরকার। এর আগে স্টকহোমে দায়িত্ব পালন করার সময়েও তিনি সমালোচিত হন বিতর্কিত কর্মকান্ডের কারনে। সেখানে অনৈতিক কাজের দায়ে তার স্ত্রীকে স্টকহোম ছাড়ার নির্দেশ দেয় সুইডেন র্কর্তৃপক্ষ। এ নির্দেশের পর গওসুল আজম নিজেই স্টকহোম ছাড়ার উদ্যোগ নেন।