ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইয়াসিন আরাফাত নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার আহম্মেদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াসিন স্থানীয় একটি মাদরাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন।

রোববার(২৬ নভেম্বর) রাতে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ভুক্তভোগী তার বাবার সাথে নানা বাড়ি বেড়াতে আসে। সেখানে দুপুরে বাসার নিচে খেলতে যায় সে। ওই সময় নিচেই ছিল ইয়াসিন। ইয়াসিন ভুক্তভোগীকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসার শয়নকক্ষে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুর নানি তাকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াসিনের বাসায় চলে আসেন। ইয়াসিনকে ওই অবস্থায় দেখে আশপাশের লোককে সংবাদ দেন।

তিনি বলেন, এ ঘটনায় ৯৯৯ এ অভিযোগ করলে মিরপুর মডেল থানার একটি দল শিশুটিকে উদ্ধার করে এবং ইয়াসিনকে গ্রেফতার করে।

আরএসএম/এমআইএইচএস