ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশ নিষেধ

প্রকাশিত: ১১:২২ এএম, ৩১ মার্চ ২০১৬

২০১৬ সালের এইচ.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের অভ্যন্তরে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের ‘অনধিকার’ প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের এইচ.এস.সি, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচ.এস.সি-ভোকেশনাল, এইচ.এস.সি-বি.এম, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার দিনগুলোতে এই আদেশ বলবৎ থাকবে।

ডিএমপি (অর্ডিন্যান্স নম্বর- III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দেন কমিশনার।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ২০১৬ থেকে ঢাকাসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এআর/এসকেডি/আরআইপি