গুলিস্তানে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় আকরাম (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গুলিস্তান জিরো পয়েন্টে ছুটে যায় পুলিশ। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতন্ত্রের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস