ঢাকায় একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাকে গ্রেফতার করে। গ্রেফতার ওই ব্যক্তির নাম ফয়সাল আফতাব (৫০)।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি বলেন, এটিইউয়ের একটি আভিযানিক দল সোমবার ডিএমপির ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফয়সাল আফতাবকে গ্রেফতার করা হয়। ফয়সাল একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন আরও বলেন, আসামি ফয়সাল গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফয়সাল আফতাবকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার ফয়সাল আফতাবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরএসএম/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে