ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘আজ অন্তত রিকশা নিরাপদ মনে করছি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার। এরই মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আর ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। যদিও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে ঘোষিত তফসিল আর অবরোধের মধ্যেই খোলা রয়েছে অফিস-আদালত। রাজধানীর সড়কের পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবুও জনমনে আতঙ্ক। একান্ত প্রয়োজনে বাধ্য হয়েই চলাচল করছেন পথচারীরা, যাদের বেশিরভাগই অফিসগামী। গণপরিবহন চলাচল করলেও আতঙ্ক মানুষের মধ্যে। অবরোধে গাড়িতে আগুন দেওয়া হয়, সে কারণে ভয়ে অনেকে হেঁটে ও রিকশাযোগে চলাচল করছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন>> রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক, জনমনে আতঙ্ক

jagonews24

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবা, ফকিরাপুল, পল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মগবাজারে কথা হয় আয়েশা খাতুন নামে এক গৃহিণীর সঙ্গে। সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার বেবিকে মতিঝিল আইডিয়াল স্কুলে নিয়ে যাচ্ছি। অন্যান্য দিনে বাসে যাতায়াত করলেও আজ রিকশা নিয়ে যাচ্ছি। তফসিলের পরদিন আজ, সেক্ষেত্রে আতঙ্ক থাকাই স্বাভাবিক। বাসের চেয়ে আজ অন্তত রিকশা নিরাপদ মনে করছি।’

আরও পড়ুন>> তফসিলের পর সারাদেশে ট্রেনসহ ১২ গাড়িতে আগুন

ফকিরাপুলের টং দোকানি আব্বাস জাগো নিউজকে বলেন, ‘অন্যান্য মানুষের মতো আমার মধ্যেও আতঙ্ক কাজ করছে। কারণ ক্রেতারা আতঙ্কে বেশি বাইরে আসছেন না, তাই ভীতি কাজ করাটাই স্বাভাবিক। এখন বসে আছি, ক্রেতা নেই, বিক্রিও নেই।’

তিনি বলেন, ‘অন্যান্য দিনে সকাল ১০টার মধ্যে দেড় থেকে দুই হাজার টাকার বেচা-বিক্রি হয়ে যায়। আজ নামমাত্র বিক্রি হয়েছে। দিনের বাকি সময়ে দেখি কী হয়।’

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/oborodh-1-20231116123135.jpg

অবরোধে সড়কে মানুষের চাপ না থাকায় রিকশার ভাড়াও কমেছে। রিকশাচালকরা মানুষ দেখলেই চানতে চাচ্ছেন কোথায় যাবেন। যাত্রী একজন থাকলেও তিনজন রিকশাচালক চলে আসছেন। একই পরিস্থিতি তৈরি হয়েছে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকদের ক্ষেত্রেও। তবে যাত্রী কম থাকলেও এই তুই বাহনের ভাড়া আগের মতোই চাওয়া হচ্ছে। এ নিয়েও তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

আরও পড়ুন>> শঙ্কা কাটছে না পোশাক খাতে, রপ্তানিতে ভাটা

মতিঝিলে আবু কাশেম নামে এক রিকশাচালক জাগো নিউজকে বলেন, ‘মামা ভাড়া কম হলে কীভাবে রিকশার জমাখরচ দেবো। আমার জমাখরচ-খাওয়া মিলে সাড়ে ৩০০ টাকা পড়ে। এর পরই বাকিটা পকেটে ঢুকবে, এর মধ্যে আবার পকেট খরচও কিছু আছে। সংসার আছে, সন্তান আছে। এখন ভাড়া কম হলে চলতে পারবো না। আমার পেট-পকেট দুটোই চালাতে হবে।’

এদিকে অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র্যাব স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭টি টহল দল মোতায়েন করা হয়। রাজধানী ঢাকায় মোতায়েন করা হয় র্যাবের ৬০টি টহল দল।

ইএআর/ইএ/জিকেএস