বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
আরও পড়ুন>> এবার মিরপুরে বিআরটিসি বাসে আগুন
ফারুক হোসেন বলেন, মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে মিরপুর ১০ নম্বরে জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে বাসটির তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
আরএসএম/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম