এবার মিরপুরে বিআরটিসি বাসে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মিরপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন
এদিকে অবরোধের আগের রাতে মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তালহা বিন জসিম জানান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের এক ইউনিট। পরে আরও এক ইউনিটসহ দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন: পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি
একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।
টিটি/বিএ/এএসএম