মিরপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরানো হলো লোহার ব্যারিকেড
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের এক ইউনিট। পরে আরও এক ইউনিটসহ দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন: পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
টিটি/কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম