নেত্রী আদেশ দিলে নির্বাচন করবো: সেলিম ওসমান
বাচ্চাদের পরীক্ষা চলাকালে সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না। এটা থেকে মুক্ত হওয়ার জন্য সবাই একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোগনগর ইউনিয়নের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সেলিম ওসমান বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কপালে রাখেন আমার নেত্রী যদি আমাকে আদেশ করেন অবশ্যই আমি নির্বাচন করতে আসবো। তখন আমি ভোটের কথা বলবো। কিন্তু আল্লাহর হুকুম হতে হবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আপনাদের পাশে থাকবো। আমি হারাম খাবো না হারাম খেতেও দেবো না। কাউকে জমি দখল করতে দেবো না।
তিনি আরও বলেন, আমরা যেন ভালো থাকতে পারি। আর ভালো থাকার একটা উপায় শেখ হাসিনার সরকার। তার সরকার যদি আরও পাঁচ বছর আসে তাহলে দেখতে পারবেন আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি।
গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে এ সময় আরও ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস