ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাতারবাড়ি আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১১ নভেম্বর ২০২৩

মাতারবাড়ি আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করেন তিনি।

এটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক বাস্তবায়নাধীন ১২০০ মেগাওয়াট আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

উদ্বোধন অনুষ্ঠান শেষে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে বড় বড় বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। নিঃসন্দেহে এটি একটি বিশাল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা থাকা আবশ্যক।

তিনি বলেন, কক্সবাজারের মাতারবাড়ীর মেগা প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন মাত্রা সংযোজন করবে। এর মাধ্যমে এ এলাকার সামাজিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন হবে।

দেশের বিদ্যুৎ খাতে জ্বালানি বহুমুখীকরণ এবং বিদ্যুৎ খাতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সর্বাধুনিক আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে সিপিজিসিবিএল কর্তৃক কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৪ জুন বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এবং ২২ অক্টোবর দ্বিতীয় ইউনিটের ইনিশিয়াল ফাইয়ারিং সম্পন্ন হয়। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ২৯ জুলাই থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

২০২৪ সালের জানুয়ারি মাসে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এনএস/এমআইএইচএস/এএসএম