ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সার্কের সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২৩

সার্কভুক্ত দেশ নিয়ে মনোরোগ ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের বৃহত্তম সংগঠন সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ তারিকুল আলম। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক কনফারেন্সে তাকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

এছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২০২৪-২০২৫ এই দুই বছরের জন্য সংস্থাটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এই চিকিৎসক।

সার্কের সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্টজনরা তাকে শুভেচ্ছা জানান।

সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন হচ্ছে সার্কভুক্ত দেশসমূহের মনোরোগ ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের নিয়ে একটি বৃহত্তম সংগঠন। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রসর হওয়ার লক্ষ্যে ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

এএএম/এসএনআর/জিকেএস