ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাটপণ্য প্রস্তুতকারকদের করছাড় সুবিধা আরও ৩ বছর বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৯ নভেম্বর ২০২৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা আরও তিন বছরের জন্য বাড়িয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) এনবিআরের আয়কর শাখা থেকে এ সংক্রান্ত বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হয়। বুধবার (৮ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত পাটপণ্য উৎপাদনকারীরা ১০ শতাংশ করহার হ্রাস পাবেন। পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর সুবিধার মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। এরপর কোম্পানিগুলো এনবিআরকে এই সুবিধা অব্যাহত রাখতে চিঠি দেয়।

শিল্প সংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে ৩০০টি পাটকল থাকলেও বর্তমানে মাত্র ১২০টি পাটকল চালু রয়েছে। মিলগুলো ছাড়াও পাটজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

এসএম/এমআরএম/এমএস