ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবরুদ্ধ শাহবাগ : তীব্র যানজট

প্রকাশিত: ০৬:৪৮ এএম, ৩০ মার্চ ২০১৬

রাজধানীর ব্যস্ততম শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বেকার নার্সরা। অবরোধের আড়াই ঘণ্টা পার হলেও পুলিশের অনুরোধ সত্বেও অবরোধ প্রত্যাহার করছেন না তারা। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে শাহবাগ।

বুধবার সকাল ১০টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বেকার নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ব্যানারে বিক্ষোভ মিছিল করছে তারা।

Narch

অবরোধের ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, বাংলা মোটর, টিএসসি এবং এলিফেন্ট রোডের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

Narch

বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীদের সড়ক থেকে সড়ে দাঁড়ানোর অনুরোধ করা হচ্ছে। তবে তারা সড়ছেন না।

এআর/আরএস/এমএস

আরও পড়ুন