ফ্লাইওভারে গাড়ির চাপ মোকাবেলায় ট্রাফিক পুলিশের ব্যাপক প্রস্তুতি
বুধবার সকালে সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ দশমিক ১১ কিলোমিটারের এই ফ্লাইওভারে গাড়ির চাপ মোকাবেলা ব্যাপক প্রস্ততি নিয়েছে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন।
শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার আবু ইউছুফ জানান, গাড়ির চাপ মোকাবেলায় গাড়ির গতি প্রকৃতি নির্ণয়, লেন বিভাজন,অব্যবহৃত রাস্তা উদ্ধার, খানা-খন্দ মেরামত এবং জনসচেতনতার উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। উদ্যোগের অংশ হিসেবে পুলিশ বিজয় সরণী ফ্লাইভারের পূর্ব মাথায় (লাভরোড়), তিব্বত ও ফিনিক্স রোড়ে গাড়ির গণনার মাধ্যমে গাড়ির গতি প্রকৃতি নির্ণয় করেছে।
লাভরোডে তিনদিকে ঘোরার জন্য দুই লেনে বিভক্ত করা হয়েছে। তিব্বতে ঘোরার গাড়ি তিন দিকে গেলেও দুই লেনে বিভক্ত করা হয়েছে। ফিনিক্স ক্রসিং মহাখালী ও নিকেতনে যাওয়ার জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে।
এছাড়াও রিকশা গ্যারেজ হকারদের দখলে থাকা তিব্বতের পূর্ব ও পশ্চিম পার্শে অব্যহৃত রাস্তাগুলো উদ্ধারের প্রয়াস অব্যাহত আছে। বিভিন্ন স্থানের খানা-খন্দ মেরামতের জন্য ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দেয়া হয়েছে।
ট্রাফিকের জয়েন্ট কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং ডিসি (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায়ের নির্দেশনা অনুযায়ী কাজটি করা হয়েছে।
এআর/বিএ