ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘অবরোধে বিক্রি নাই, অলস বসে থাকি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

টানা ৭২ ঘণ্টা অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে আজ রোববার আবারও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এতে জনজীবনে যেমন প্রভাব পড়েছে অন্যদিকে বিক্রি কমেছে মার্কেটগুলোতে। বিক্রেতারা বলছেন, অবরোধে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম কম হওয়ায় বিক্রি কম হচ্ছে।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টায় সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নূরজাহান প্লাজা ঘুরে দেখা যায়, দোকানিরা দোকান খুললেও ক্রেতা সমাগম তেমন একটা নেই। অধিকাংশ দোকানি বসে বসে অলস সময় পার করছেন। অধিকাংশই মোবাইলে গেম খেলছেন, সিনেমা দেখছেন। আবার কয়েক জন মিলে লুডু খেলে সময় পার করছেন।

চন্দ্রিমা সুপার মার্কেটের দোকানি মো. টুকু বলেন, বিক্রি একেবারেই নেই। অলস বসে থাকতে হয়। কি করবো! অবরোধে মার্কেটে লোকজন তেমন আসে না। ব্যবসার অবস্থা ভালো না।

new-market-2.jpg

আরও পড়ুন >>> অবরোধে রিকশাচালকদের পোয়াবারো

নিউমার্কেটের দোকানি আজমুর হোসেন বলেন, আমার দোকানে দুই জন কর্মচারী। যে বেচাকেনা এতে দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিয়ে আমার আর কিছু থাকবে না। মার্কেটে লোকজন নেই, বেচাকেনা হবে কিভাবে।

ধানমন্ডি হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী শিবলুর রহমান বলেন, বিক্রি নেই। এখন পাইকারি বিক্রিও কমে গেছে। এমন চলতে থাকলে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে।

এদিকে অবরোধে নিউমার্কেট এলাকায় যান চলাচলের পরিমান বেড়েছে। সায়েন্সল্যাব মোড় সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের টহলও অব্যাহত রয়েছে।

এমএনএইচ/এসটি/এমএস