চাঁনখারপুল
অবরোধকারীদের হামলায় ২ ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীর চাঁনখারপুলে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে ইটপাটকেলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তা আহত হয়েছেন।
আহতরা হলেন- চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হালিম (৩৮), ওসি (অপারেশনস) জাকির হোসেন (৪১) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৯)। তারা সবাই মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
আহত ওসি আব্দুল হালিম জাগো নিউজকে জানান, বিএনপির পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা
কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু