ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হরতালে স্বাভাবিক যান চলাচল, মানুষের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ অক্টোবর ২০২৩

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনেরও কিছু উপস্থিতি দেখা গেছে। তবে এসময় সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে৷ চাকরিজীবী মানুষদের দেখা গেছে বেশি।

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তান, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, মগবাজার, রামপুরা, বাডাডাসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

হরতালে স্বাভাবিক যান চলাচল, মানুষের উপস্থিতি কম

সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ঢাকার বিভিন্ন রুটের বাস চলাচল করছে। তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বাসের হেল্পাররা জানিয়েছেন, এখানে প্রায় ৯টি গণপরিবহন সব পরিবহনের বাস উপস্থিত রয়েছে। ভোর থেকেই এখান থেকে বাস চলাচল করছে। তবে যাত্রী কম। লঞ্চ থেকে নামা যাত্রীরা আসছেন।

jagonews24

চাঁদপুরের যাত্রী লোকমান কবির জাগো নিউজকে বলেন, আমি মালিবাগ যাবো। ভাবছি লঞ্চ থেকে নেমে বাস পাবো না। খুব চিন্তায় ছিলাম। ভিক্টোরিয়া পার্ক এলাকায় এসে দেখি বাস রয়েছে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতালে স্বাভাবিক যান চলাচল, মানুষের উপস্থিতি কম

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ ঘোষণা দেওয়া হয়। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত আসে।

আরএ/এমআইএইচএস/জেআইএম