ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মার্কিন দূতাবাস

পুলিশ-রাজনৈতিক কর্মী হত্যা, হাসপাতালে আগুন অগ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্য ও রাজনৈতিক কর্মী নিহতের ঘটনা ঘটে। একই সঙ্গে যানবাহন ভাঙচুর ও হাসপাতালে আগুন দেওয়া হয়। এসব সহিংস ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ অক্টোবর) রাতে দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনার পর্যালোচনা করবো।

এর আগে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় এক্সের (টুইটার) এক পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু।

রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডনাল্ড লু বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

আইএইচআর/জেডএইচ/জিকেএস