ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘূর্ণিঝড় ‘হামুন’

গতিপথ ঘুরে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে মাত্র সাড়ে ১২ হাজার মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর গতিপথ পূর্বদিকে ঘুরে চট্টগ্রাম-কক্সবাজারের দিকে যাওয়ায় খুলনা ও বরিশাল বিভাগের ঝুঁকি কমে গেছে। তাই ওই সব অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে হয়নি। যদিও রাত ৮টার মধ্যে ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছি।

তবে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত সবমিলিয়ে সাড়ে ১২ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার রাতে জাগো নিউজকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এর আগে দুপুরে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভা শেষে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ঝুঁকিপূর্ণ বিবেচনায় উপকূলীয় ১০ জেলার ১৫ লাখ মানুষকে রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে আনা হবে।

পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আগের পূর্বাভাস অনুযায়ী আমরা ১১টি জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড়টি এখন পূর্বদিক দিয়ে ঘুরে যাওয়ায় নয়টি জেলা ঝুঁকিমুক্ত হয়ে গেছে। মোংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর বিপৎসংকেত দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মনপুরা, হাতিয়া দ্বীপগুলোর কিছু মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সন্দ্বীপে ৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। কক্সবাজারে ৫ হাজারের মতো নেওয়া হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত সাড়ে ১২ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।’

‘যেহেতু ঘূর্ণিঝড়টি ঝুঁকিপূর্ণ জেলাগুলো থেকে সরে আসছে, তাই আমরা ওইদিকের আশ্রয় কেন্দ্রেগুলোতে মানুষকে না আনার জন্য বলেছি।’

ঘূর্ণিঝড়ের কেন্দ্র কক্সবাজারের ওপর দিয়ে যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘হামুনের অগ্রভাগ এরই মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল স্পর্শ করেছে। কেন্দ্র থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী তিন ঘণ্টা বা রাত ১০টার মধ্যে কেন্দ্রটা উপকূল অতিক্রম করতে পারে।’

আগের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঘূর্ণিঝড় হামুন শেষরাত থেকে বুধবার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আরএমএম/এমএএইচ/এএসএম

টাইমলাইন

  1. ১২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বন্দর থেকে নামলো সতর্ক সংকেতও
  2. ০৯:২২ এএম, ২৫ অক্টোবর ২০২৩ সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
  3. ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু
  4. ০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ
  5. ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড
  6. ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গুলিয়াখালী সৈকতে পর্যটকদের উল্লাস, জানেন না বিপৎসংকেতের কথা
  7. ০৯:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশ্রয়কেন্দ্রে ১০০ পরিবার
  8. ০৮:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গতিপথ ঘুরে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে মাত্র সাড়ে ১২ হাজার মানুষ
  9. ০৮:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজারে খোলা হয়েছে ৫৭৬ আশ্রয়কেন্দ্র, সৈকতে দর্শনার্থীদের ভিড়
  10. ০৮:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম সিটিতে ১১৪ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম
  11. ০৭:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত সাড়ে ৩ হাজার আশ্রয়কেন্দ্র
  12. ০৭:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ আরও দুর্বল ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
  13. ০৭:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝুঁকি বেড়েছে চট্টগ্রামে, কমেছে বরিশাল-খুলনায়
  14. ০৭:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ফায়ারের ছুটি বাতিল, মনিটরিং সেল চালু
  15. ০৬:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুন’র প্রভাবে সেন্টমার্টিনে ভারী বৃষ্টি, বেড়েছে সমুদ্রের পানি
  16. ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট-৩, সব কার্যক্রম বন্ধ
  17. ০৫:৫৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ রাত ৯টায় মধ্যে ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করতে পারে
  18. ০৫:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝালকাঠিতে দেখা মেলেনি সূর্যের, বাড়ছে বাতাসের তীব্রতা
  19. ০৫:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ
  20. ০৫:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ প্রথমে ভোলা-পটুয়াখালী-বরগুনায় আঘাত হানতে পারে ‘হামুন’
  21. ০৪:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
  22. ০৪:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুনের প্রভাবে উত্তাল পদ্মা-মেঘনা, চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ
  23. ০৪:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
  24. ০৩:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’র ক্ষতি মোকাবিলায় পায়রা বন্দরের ৫ কমিটি
  25. ০৩:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
  26. ০৩:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় হামুন: সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  27. ০৩:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ
  28. ০৩:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’ কেন?
  29. ০৩:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ৭ নম্বর সংকেতেও কুয়াকাটায় মাতোয়ারা পর্যটক
  30. ০২:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, ৬১ মেডিকেল টিম
  31. ০২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মিরসরাইয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং
  32. ০২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নয়, সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’
  33. ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ অতিপ্রবল হলো ‘হামুন’, গতি বাড়িয়ে এগোচ্ছে উপকূলে
  34. ০১:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৭৪৩ সাইক্লোন সেন্টার
  35. ১২:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী
  36. ১১:৩৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘হামুন’
  37. ১০:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত