ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অতিপ্রবল হলো ‘হামুন’, গতি বাড়িয়ে এগোচ্ছে উপকূলে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও ঘণীভূত হয়ে অতিপ্রবণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ও ভারতীয় অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার এটি ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে এগোলেও সর্বশেষ এটি ২৩ কিলোমিটার বেড়ে এগোচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের ২১৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে সতর্ক সংকেত বাড়েনি।

আরও পড়ুন>> চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর ও মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এখন ঘ্ণ্টায় ১৮ থেকে ২১ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি এগোচ্ছে। এর গতি আরও বাড়ার সম্ভাবনা আছে। আগে ১৩ কিলোমিটার গতিতে এগিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘শক্তিশালী হয়ে অতিপ্রবল হলেও তা অল্প সময়ের জন্য। এরপর হয়তো এর তীব্রতাটা কমে আসবে। যখন দুর্বল হবে তখন এগোনোর গতি বেড়ে যায়।

‘ঘূর্ণিঝড় সিত্রাং শেষ মুহূর্তে প্রতি ঘণ্টায় ৫৫ থেকে ৫৬ কিলোমিটার গতিতে এগিয়েছিল। পূর্বাভাসের তিন ঘণ্টা আগেই এটি উপকূলে আঘাত হেনেছিল’ বলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

আরও পড়ুন>> জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দুপুরে জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড়টি সর্বশেষ ঘণ্টায় ২৩ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন' আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শেষ রাত থেকে সকাল নাগাদ মেঘনা মোহনার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর ও মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ৭ নম্বর বিপৎ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ৫ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতিভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আরএমএম/জেএইচ/জেআইএম

টাইমলাইন

  1. ১২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বন্দর থেকে নামলো সতর্ক সংকেতও
  2. ০৯:২২ এএম, ২৫ অক্টোবর ২০২৩ সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
  3. ০৮:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৩ বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু
  4. ০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ
  5. ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড
  6. ০৯:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গুলিয়াখালী সৈকতে পর্যটকদের উল্লাস, জানেন না বিপৎসংকেতের কথা
  7. ০৯:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশ্রয়কেন্দ্রে ১০০ পরিবার
  8. ০৮:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ গতিপথ ঘুরে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে মাত্র সাড়ে ১২ হাজার মানুষ
  9. ০৮:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ কক্সবাজারে খোলা হয়েছে ৫৭৬ আশ্রয়কেন্দ্র, সৈকতে দর্শনার্থীদের ভিড়
  10. ০৮:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম সিটিতে ১১৪ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম
  11. ০৭:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত সাড়ে ৩ হাজার আশ্রয়কেন্দ্র
  12. ০৭:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ আরও দুর্বল ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
  13. ০৭:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝুঁকি বেড়েছে চট্টগ্রামে, কমেছে বরিশাল-খুলনায়
  14. ০৭:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ফায়ারের ছুটি বাতিল, মনিটরিং সেল চালু
  15. ০৬:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুন’র প্রভাবে সেন্টমার্টিনে ভারী বৃষ্টি, বেড়েছে সমুদ্রের পানি
  16. ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট-৩, সব কার্যক্রম বন্ধ
  17. ০৫:৫৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ রাত ৯টায় মধ্যে ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করতে পারে
  18. ০৫:৪১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঝালকাঠিতে দেখা মেলেনি সূর্যের, বাড়ছে বাতাসের তীব্রতা
  19. ০৫:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ
  20. ০৫:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ প্রথমে ভোলা-পটুয়াখালী-বরগুনায় আঘাত হানতে পারে ‘হামুন’
  21. ০৪:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
  22. ০৪:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হামুনের প্রভাবে উত্তাল পদ্মা-মেঘনা, চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ
  23. ০৪:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
  24. ০৩:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’র ক্ষতি মোকাবিলায় পায়রা বন্দরের ৫ কমিটি
  25. ০৩:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
  26. ০৩:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় হামুন: সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  27. ০৩:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ
  28. ০৩:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’ কেন?
  29. ০৩:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ৭ নম্বর সংকেতেও কুয়াকাটায় মাতোয়ারা পর্যটক
  30. ০২:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র, ৬১ মেডিকেল টিম
  31. ০২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মিরসরাইয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং
  32. ০২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নয়, সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’
  33. ০২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ অতিপ্রবল হলো ‘হামুন’, গতি বাড়িয়ে এগোচ্ছে উপকূলে
  34. ০১:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৭৪৩ সাইক্লোন সেন্টার
  35. ১২:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী
  36. ১১:৩৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘হামুন’
  37. ১০:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত