ভৈরবে ট্রেন দুর্ঘটনা
এগারসিন্দুর যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। কিশোরগঞ্জ থেকে ঢাকা আসার পথে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ঢাকা থেকে যেসব যাত্রীর ট্রেনটিতে যাওয়ার কথা ছিল তাদের টিকিট ফেরত নিয়ে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। এছাড়া বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল।
কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসার পথে এগারসিন্দুর ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা। দুর্ঘটনার কবলে পড়ায় ট্রেনটির টিকিট ফেরত নিচ্ছে স্টেশন কর্মকর্তারা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনটির ৫ নম্বর কাউন্টারে ফেরত নিচ্ছে এগারসিন্দুর ট্রেনের টিকিট। এসময় কাউন্টারটিতে দীর্ঘলাইন দেখা যায়।
টিকিট ফেরত দেওয়ার পরে হেলাল উদ্দিন নামে এক যাত্রী জাগো নিউজকে বলেন, এগারসিন্দুর ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু স্টেশনে এসে শুনি ভৈরবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখন তারা টাকা ফেরত নিচ্ছে। তিনি বলেন, ট্রেনে কিশোরগঞ্জে যেতে চেয়েছিলাম, এখন বিকল্প রাস্তা দেখতে হবে।
রনি নামের আরেকজন বলেন, বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট অনলাইনে কেটেছিলাম। স্টেশনে এসে অপেক্ষার পর শুনি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। টিকিট ফেরত নিয়েছে। বাড়ি যাওয়া হবে না।
লাইনে দাঁড়িয়ে থাকা হৃদয় নামের এক যাত্রী বলেন, বাড়িতে যেতে টিকিট কেটেছিলাম। দুর্ঘটনার কারণে ট্রেন যাবে না, তাই টিকিট ফেরত নিচ্ছে। তাই বাড়ি যাওয়া হবে না।
কাউন্টারে আরিফ নামের এক কর্মকর্তা বলেন, ভৈরবে দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেন ছাড়ার কোনো সম্ভাবনা না থাকায় টিকিট ফেরত নেওয়া হচ্ছে।
আরএসএম/এমএএইচ/এএসএম
টাইমলাইন
- ০৫:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ আরও একজনের মৃত্যুর তথ্য, নিহতের সংখ্যা বেড়ে ১৯
- ০৯:২০ এএম, ২৫ অক্টোবর ২০২৩ আহত রবিউলের খোঁজে এখনো আসেননি কেউ
- ০৯:১৬ এএম, ২৫ অক্টোবর ২০২৩ ভালোবাসার মানুষকে হারিয়ে বাগরুদ্ধ জোনায়েদ
- ০৯:২০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ‘বাঁচার জন্য চিৎকার করছি, আর দেখছি সব মালামাল নিয়ে যাচ্ছে’
- ০৮:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ পাশাপাশি কবরে একই পরিবারের ৪ জনের দাফন
- ০৮:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ট্রেনে মটমট শব্দ শুনে লাফিয়ে বাঁচেন নাসির-বাহারুল
- ০৬:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ‘চোখ বন্ধ করলেই ভেসে আসছে ক্ষতবিক্ষত লাশ আর আহাজারি’
- ০৪:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ওমরাহ হজে যাওয়া হলো না নিজামের
- ১২:৫৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনজনকে বরখাস্ত
- ১২:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ ঘটনা তদন্তে রেল মন্ত্রণালয়ের সাত সদস্যের কমিটি
- ০৯:০১ এএম, ২৪ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক, এগারসিন্দুর প্রভাতির যাত্রা বাতিল
- ১০:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা এক পরিবারের সবাই নিহত
- ১০:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ছবি হাতে ভাগনেকে খুঁজে বেড়াচ্ছেন মামা
- ১০:০১ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ নিহত ৮ জনের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তর
- ০৯:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: একই পরিবারের আহত পাঁচজন ঢামেকে
- ০৯:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ নিহতদের পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা
- ০৯:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ঢাকা থেকে উদ্ধারকাজে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম
- ০৯:০২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি: বেঁচে যাওয়া দুই বোন
- ০৮:৫৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী নিহত
- ০৮:৫০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ০৮:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘বিকট শব্দে আঁতকে উঠি, তাকিয়ে দেখি শুধু ধোঁয়া’
- ০৮:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘এমন ট্রেন দুর্ঘটনা আগে দেখেনি ভৈরববাসী’
- ০৮:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ উদ্ধারকাজ শুরু করেছে দুই রিলিফ ট্রেন
- ০৮:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ এগারসিন্দুর যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকা
- ০৮:০৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ক্ষতিগ্রস্ত ট্রেনের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা
- ০৭:৩৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ছোট ভাই আফজালকে খুঁজে পাচ্ছেন না রাসেল, ফোনও বন্ধ
- ০৭:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহতদের চিকিৎসায় ঢামেকে বাড়তি প্রস্তুতি
- ০৭:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ আরও দুজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৭
- ০৬:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজে যাচ্ছে রিলিফ ট্রেন
- ০৬:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ উদ্ধারকাজে সহযোগিতা করছে রেলওয়ে-জেলা পুলিশও
- ০৬:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ‘এখনো বগিতে আটকা রয়েছেন অনেক যাত্রী’
- ০৬:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সিগনালিং জটিলতায় ভৈরবে ট্রেন দুর্ঘটনা
- ০৬:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস
- ০৫:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ
- ০৫:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ১৫
- ০৫:০৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা