ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে জ্বালানির রূপান্তর সহজ নয়: সিপিডি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

জ্বালানি খাতে উল্লেখযোগ্য রূপান্তর ঘটছে। যদিও রূপান্তর ধীরগতিতে হচ্ছে। সরকার, বেসরকারিখাত ও উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসেছে। তবে বাংলাদেশে জ্বালানির রূপান্তর খুব একটা সহজ নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘শক্তি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক ডায়ালগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আমাদের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ৯৫ শতাংশ জ্বালানি আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। জ্বালানি খাতের অবকাঠামো, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলো জীবাশ্ম জ্বালানি নির্ভর। কিন্তু এই চিত্র উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভিন্ন। জ্বালানী খাতে কর্মসংস্থানের রূপান্তর ঘটছে বিভিন্ন দেশে। এক গবেষণায় দেখা গেছে, নবায়নযোগ্য জ্বালানি সেক্টরে বিশ্বব্যাপী ১০.৭ বিলিয়ন নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে ২০২১ সালে। তার মানে জ্বালানি খাতে অনেক কাজের চাহিদা শেষ হয়ে যাবে, আবার নতুন কাজের ক্ষেত্র গড়ে উঠবে।

অনুষ্ঠানে শক্তি রূপান্তর: বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মসংস্থান এবং দক্ষতার উপর শক্তি রূপান্তরের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গোলাম মোয়াজ্জেম। প্রতিবেদনের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, আগামীতে গ্রিড ম্যানেজমেন্ট, ডেটা এনালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দক্ষতায় সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন।

নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক পাওয়ার প্লান্টে দেশে ২০৩০ সাল নাগাদ ১৩ হাজার ৭৭৮ কর্মসংস্থানের সৃষ্টি হবে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক পাওয়ার প্লান্টে ১৬ হাজার ৬৬৩ কর্মসংস্থানের সৃষ্টি হবে। শক্তি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৮ হাজার ৯১৯ কর্মসংস্থানের সৃষ্টি হবে। অন্যদিকে শক্তি রূপান্তর যদি উল্লেখ্যযোগ্যভাবে হয় তাহলে কর্মসংস্থান বাড়বে প্রায় ৪ গুন। অর্থাৎ ৩৭ হাজার ২২০ কর্মসংস্থানের সৃষ্টি হবে।

নতুন কর্মংস্থানের জন্য চাকরি প্রত্যাশীদের প্রস্তুত করতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। শক্তি রূপান্তর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মসংস্থান এবং পলিসি প্রণয়নের তাগিদ দেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার এনডিসি, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন।

এসএম/এসটি/জিকেএস