ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কারিগরি শিক্ষা নিয়ে এসআইএমটির সেমিনার

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪

কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে বেসরকারি পলিটেকনিক সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসআইএমটি)-এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২য় তলা সেমিনার কক্ষে ‘Achieve your Destination, We will Place You’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে Skills and Training Enhancement Project এর পরিচালক মো. ইমরান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসআইএমটি প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেলী ইয়াছমিন।

সেমিনারে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। বেকারত্ব আমাদের দেশের জন্য অভিশাপ। অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি আমাদের আশীর্বাদ। তাই পারিবারিক, সামাজিক ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার সম্প্রসারণ যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উন্নয়ন।

পরে নান্দনিক বাংলাদেশ ও রিনটেক গ্রুপের সঙ্গে এসআইএমটির সমঝোতা স্মারক(এমওইউ) সই হয়।

উল্রেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ সেমিনারের আয়োজন করা হয়। ২০০২ সালে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত ও বিশ্বব্যাংক অনুদানপ্রাপ্ত এসআইএমটি সাইক এডুকেশনাল সোসাইটির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ১২টি টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে।