ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই কোটি টাকার অবৈধ সম্পদ

কাশিমপুর কারাগারের জেল সুপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী খন্দ. নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ১০ কোটির অবৈধ সম্পদ: প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা

মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে যথাক্রমে ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকা ও এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকা, মোট দুই কোটি ২১ লাখ সাত হাজার ২৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরে ড্রাফটসম্যান পদে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে ডেপুটি জেলার হন। বর্তমানে সিনিয়র জেল সুপার পদে আছেন তিনি।

এর আগে শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।

এসএম/জেডএইচ/জিকেএস