ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় সংসদ ভবনের আদলে করা হয়েছে ফার্মগেট পদচারী সেতুর নকশা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

জাতীয় সংসদ ভবনের আদলে ফার্মগেট পদচারী সেতুর নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (১৫ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে এ পদচারী সেতুর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

jagonews24

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের শেরে বাংলা নগরের মাস্টারপ্ল্যানের শুরু এ ফার্মগেট মোড় থেকে। তার স্থাপত্য চর্চা থেকে অনুপ্রাণিত হয়ে ফার্মগেট পদচারী সেতুর নকশা করা হয়েছে। এটি নির্মাণে অর্থ প্রদান করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলন্ত সিঁড়ির সুবিধাসহ ২০৬ ফুট লম্বা ও ২১ ফুট প্রস্তের এ ফুট ওভারব্রিজটি সার্বক্ষণিক সিটি ক্যামেরার আওতায় থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী স্থাপনা জাতীয় সংসদ ভবনের ডিজাইনের সাথে মিল রেখে এটি নির্মাণ করা হয়েছে। ফুটওভার ব্রিজটির শৈল্পিক নকশার কারণে এখন থেকে সাধারণ পথচারী এটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার হতে পারবে। ব্রিজটি থেকে সরাসরি নিকটস্ত বিপণি-বিতান চৌরঙ্গী সুপার মার্কেটে প্রবেশের জন্য রয়েছে কয়েকটি প্রবেশ মুখ।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় প্রথম দিকে যে ফুটওভারব্রিজ গুলি নির্মাণ করা হয়েছিল ফার্মগেটের ফুট ওভারব্রিজ ছিল তার একটি। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় এটি ভেঙে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়। শুধু সরিয়ে নিলেতো হবে না। মানুষকে তো আরেকটি বিকল্প পথ করে দিতে হবে। তারই বিকল্প হিসেবে এ আধুনিক ও বহুমুখি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে আমাদের মাথায় ছিল যেহেতু আশপাশে একটি ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তার আদলেই করতে হবে। তাই জাতীয় সংসদ ভবনের সাথে মিল রেখে এটি করা হয়েছে।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস