ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১ মিনিট নীরবতা পালনে মিরপুরে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৫ অক্টোবর ২০২৩

শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন ও মানববন্ধন করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রোববার সকালে ৯টা ১৫ মিনিটে মিরপুরের ১০ নম্বর গোলচত্বর পুলিশ ট্রাফিক জোনে এ কর্মসূচি পালনে জড়ো হন অনেকে। এসময় পুলিশ কর্মকর্তা ও স্কাউট সদস্যদের ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন> শব্দদূষণে যেসব কঠিন রোগ বাসা বাঁধছে শরীরে

শব্দদূষণ বন্ধ করি নীরব মিনিট পালন করি, নো হর্ন, আপনার হর্ন আপনাকেও বধির করছে সম্বলিত লেখা ছিল ব্যানার ও ফেস্টুনগুলোতে। স্কাউট সদস্য ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন গাড়ি ও যানবাহনে সচেতনতামূলক লিফলেট দিতেও দেখা গেছে।

আরও পড়ুন>শব্দদূষণের উৎস ও প্রতিরোধের উপায় কী?

‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট এ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুয়েল মৃধা জাগো নিউজকে বলেন, মানুষকে সচেতন করতে ও অযথা হর্ন না বাচাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করবো, ১০টা থেকে ১০ টা ১ মিনিটে। এরই মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। যখন এখানে এসেছিলাম, তার তুলনায় কিছুটা হর্ন কমেছে বলে মনে হচ্ছে।

এসএম/এসএনআর/এএসএম