ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারাদেশে ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশের কোন জেলায় কী পরিমাণ ওয়াকফ সম্পত্তি আছে, সেসব তথ্য সংগ্রহ করে ডাটা বেইজসহ প্রতিবেদন তৈরি করে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার জন্য এ কার্যক্রমের উদ্বোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ কার্যক্রমের উদ্বোদন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, দেশে এই প্রথমবার ওয়াক্ফ সম্পতির দিকে নজর দিয়েছে সরকার। কোন জেলায় ওয়াক্ফ সম্পতির কী অবস্থা তার একটি স্বচ্ছ প্রতিবেদন পেলে সরকার দেশের ওয়াক্ফ সম্পত্তির উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে ওয়াক্ফ সম্পত্তিগুলোর কোএনা হিসাব নেই। এই সম্পত্তিগুলো যদি সরকারের আওতায় আনা হয়, তাহলে সম্পত্তির আয় থেকে দরিদ্র্য-অসহায় মানুষকে সহযোগিতা করা হবে। শুধু ওয়াক্ফ সম্পত্তি নয়, সারাদেশের জাকাতের অর্থ যদি সরকার বণ্টন করে তাহলে দেশ থেকে দারিদ্য আরও কমে যাবে।

এসময় সৌদি দূতাবাসের ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান শাঈখ সাদ আল সূ আব, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. গিয়াস উদ্দিন, সিরাজগঞ্জ-৩ আসনের সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিনিয়র সচিব আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য দেন।

আরএ/এমএইচআর/জিকেএস