ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুদক সচিব

ব্যক্তি টার্গেট করে নয়, তদন্তের স্বার্থে ড. ইউনূসকে ডাকা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, আইন মেনে কাজ করে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘মামলার তদন্তের স্বার্থেই গ্রামীণ টেলিকমের পরিচালকদের ডাকা হয়েছে। দুদক আইন মেনে কাজ করে, ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না। তদন্তের স্বার্থে ড. ইউনূসকেও ডাকা হয়েছে।’

বুধবার (৪ অক্টোবর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: কাল দুদকে যাবেন ড. ইউনূস

আজ সকাল থেকে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গ্রামীণ টেলিকমের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে তারা গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

গত ২৭ সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ আসামিকে তলব করে দুদক। আগামীকাল ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত ৩০ মে মামলা করে দুদক। এতে আসামি করা হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে।

এসএম/কেএসআর/এমএস