ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৈদ্যুতিক তারে লোহার পাইপ লেগে প্রাণ গেলো দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ এএম, ০৪ অক্টোবর ২০২৩

 

রাজধানীর মিরপুর এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন রুবেল দাস ও হৃদয় দাস। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল থানা এলাকায়। 

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মিরপুরের শাহ আলী থানা এলাকার রয়্যাল সিটি এলাকায় শ্রমিকরা ট্রাক থেকে লোহার পাইপ নামাতে গিয়ে এ ঘটনা ঘটে। রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য জানান।

ওসি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আলী রয়্যাল সিটি এলাকায় শ্রমিকরা ট্রাক থেকে লোহার লম্বা পাইপ উঁচু করে নামানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লাগলে শ্রমকিরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত পাঁচজনের মধ্যে রুবেল দাস (২৫) ও হৃদয় দাস (২৬) মারা যান। আহত অন্য শ্রমিকরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

টিটি/এসএএইচ