ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবহাওয়ার খবর: ২ অক্টোবর, ২০২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৫ এএম, ০২ অক্টোবর ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ১৮ আশ্বিন, সোমবার। আজকের (২ অক্টোবর) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-

আজকের সর্বোচ্চ তাপমাত্রা (চাঁদপুর)

৩৫ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (বান্দরবান)

২৪ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

২৭.৯ ডিগ্রি সেলসিয়া্স

আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা

৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি (সিলেট)

৯৫ মিলিমিটার

রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গার এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএমএম/জেডএইচ/জেআইএম