রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে বৃদ্ধ
রাজধানী পল্টন গুলিস্তান পাতাল মার্কেটের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া অজ্ঞাতপরিচয় (৫৫) ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তাকে নিয়ে আসা পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, গুলিস্থান পাতাল মার্কেটের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, অচেতন ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে জানা যাবে কাছে কত টাকা ছিল এবং কোথা থেকে এসেছেন।
এমআরএম/জিকেএস