নির্বাচন নিয়ে মিডিয়ায় অপপ্রচার হলে কঠোর ব্যবস্থা: সিইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মিডিয়ায় অপপ্রচার করলে কঠোরভাবে প্রতিরোধ করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালয় উদ্বোধনী বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: ইসির ক্ষমতা রহিত হয়নি, বেড়েছে: সিইসি
সিইসি বলেন, এখন মিডিয়ার মাধ্যমে অনেক অপপ্রচার হয়। যেটাকে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন বলে। সঙ্গে সঙ্গে অনেক কিছু বানিয়ে প্রচার করা হতে পারে। সেগুলো আমরা কঠোভাবে প্রতিরোধ করবো। যেন নির্বাচনে ঋণাত্মকভাবে প্রভাব না পড়ে।
আরও পড়ুন: অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি
তিনি বলেন, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আছে। অনেকে আবার এজেন্ট না দিয়েও অভিযোগ করেন। কাজেই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রতিটি দল থেকে এজেন্ট দিয়েছেন কিনা। এজেন্ট শক্তিশালী হলে কারচুপি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
আরও পড়ুন: ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কে ইসির ওপর চাপ বেড়েছে
দুই দিনের আবাসিক এ কর্মশালায় অংশ নেন ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৫০ জন নির্বাচন কর্মকর্তা।
এমওএস/এমআরএম/এএসএম