পানি মিশিয়ে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের লোহাগাড়ায় পানি মিশিয়ে অকটেন বিক্রির অপরাধে এক পেট্রলপাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদুয়া তেওয়ারী হাটে শাহ পেঠান ফিলিং স্টেশনে এ জরিমানা করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রির খবর পেয়ে পদুয়ায় শাহ পেঠান ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রিয়াজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিশোধন না করা পর্যন্ত অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইকবাল হোসেন/এসআর