কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পিরোজপুরে বিক্রি করতেন তিনি
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার এলাকা থেকে পিরোজপুরগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ ইয়াবা জব্দ করে র্যাব সদস্যরা।
গ্রেফতার মহিদুল ইসলাম মৃধা পিরোজপুর জেলার কাউখালী থানাধীন মধ্যম শিয়াল কাঠি গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলংকার এলাকা থেকে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ মহিদুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ছদ্মবেশে কক্সবাজার এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস