ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবহাওয়ার খবর: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ১৪ আশ্বিন, শুক্রবার। আজকের (২৯ সেপ্টেম্বর) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (সৈয়দপুর)

৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (সন্দ্বীপ ও মাইজদীকোর্ট)

২৪.৮ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (সীতাকুণ্ড)

২৩.৫ ডিগ্রি সেলসিয়াস

আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা    

২৭.৯ ডিগ্রি সেলসিয়াস

গত ২৪ ঘন্টায় (সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি  (রাঙ্গামাটি)

১৯ মিলিমিটার

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ঢাকা, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, সীতাকুণ্ড, নারায়ণগঞ্জ ও নীলফামারী জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএমএম/এমআরএম/জিকেএস