ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলাম ওরফে মাসুদকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। অভিযানে নীলফামারীর জলঢাকা থানার নারী ও শিশু নির্যাতন নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলাম ওরফে মাসুদকে গ্রেফতার করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গ্রেফতার আসামি মামলা রুজুর পর থেকে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/এমএএইচ/এএসএম