রান্নাঘরে তেলাপোকা, উত্তরার ওশেন লাউঞ্জকে লাখ টাকা জরিমানা
রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি এবং অতন্ত্য নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় উত্তরার ওশেন লাউঞ্জ রেস্টুরেন্টকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে উত্তরা ১২ নম্বরে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি এবং অতন্ত্য নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ফ্রিজে প্রচুর লেবেলবিহীন খাদ্য মজুত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ফায়ার লাইসেন্স, পানি পরীক্ষার সনদ এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।
এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এনএইচ/এমআইএইচএস/এএসএম