লালবাগে আগুন
ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই
রাজধানীর লালবাগে আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর সরেজমিনে ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, জিনিসপত্র সব পুড়ে গেছে।
লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানের পাখা পর্যন্ত পুড়ে গেছে।
আরও পড়ুন>>> লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে
তৃতীয় তলায়ও একই অবস্থা। পুড়ে সব ছাই হয়ে গেছে। ভবনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও তীব্র গরম ৷ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন।
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম শাহাদাত হোসেন বলেন, পাশেই আমার বাসা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসেই ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করি। প্রথমে আগুনের তীব্রতা থাকলেও সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এমএনএইচ/এমআইএইচএস/এমএস