ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:২০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে প্রাইভেটকারে মাদকপাচারের সময় দুই কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন অলিপুর গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া ও চট্টগ্রামের হাটহাজারী থানাধীন নজু মিয়ার হাট এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. বখতিয়ার ওরফে মানিক (২৫)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে র‍্যাব।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

তিনি বলেন, ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতো গ্রেফতার কারবারিরা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস