ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আড়াইহাজারে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সায়মা আক্তার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুজনে। এ ঘটনায় চিকিৎসাধীন বাকি দু’জনের অবস্থায়ও আশঙ্কাজনক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এ আগুনের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে কানিজ খাদিজা নামে একজনের মৃত্যু হয়। দুপুরে মারা যায় সায়মা আক্তার। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন>> নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: নিহত ১, হাসপাতালে তিনজন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সায়মা আক্তার চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে দুইজনের মৃত্যু হলো। বাকি সোহান ও হাসিনা ভর্তি রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস