ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভার-আশুলিয়ায় মাদকসহ চার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ও ৪২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।

গ্রেফতাররা হলেন- রাজু শেখ (৩০), স্বাধীন মিয়া (৩০), আবু বক্কর সিদ্দিক (৪৯) ও শরীফা বেগম (৩৮)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানান র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে ৪২২ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপসহ রাজু শেখ ও স্বাধীন মিয়াকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক ও শরীফা বেগমকে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা সংগ্রহ করতেন। এরপর তারা সেগুলো ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরএসএম/কেএসআর/এএসএম