ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধাবর (২০ সেপ্টেম্বর) ৩২তম বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সামশুল হক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী এবং বেগম সালমা চৌধুরী অংশ নেন।

বৈঠকে ৩১তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি নৌ পরিবহন মন্ত্রণালয়কে চট্রগ্রাম মহানগরীর নদীখনন (ক্যাপিটাল ড্রেজিং) দ্রুতগতিতে সম্পন্ন করার তাগিদ দিতে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্পের ফান্ডিং বাড়িয়ে দ্রুতগতিতে প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করে।

বৈঠকে ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের’ ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে প্রকল্পের কাজ সম্পাদনের জন্য অতিরিক্ত বিশেষ বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আইএইচআর/এমকেআর/এমএস