বিটিআরসির মহাপরিচালক হলেন খলিল-উর-রহমান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান।
প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ন্যস্ত করে সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/এএসএম